গ্রাফিক আর্টস ইনস্টিটিউট

আমার বাংলা নিয়ে প্রথম কাজ করবার সুযোগ তৈরি হয়েছিল অভ্র^ নামক এক যুগান্তকারী বাংলা সফ্‌টওয়্যার হাতে পাবার মধ্য দিয়ে। এর পর একে একে বাংলা উইকিপিডিয়া, ওয়ার্ডপ্রেস বাংলা কোডেক্সসহ বিভিন্ন বাংলা অনলাইন পত্রিকা তৈরির কাজ করতে করতে বাংলার সাথে নিজেকে বেঁধে নিয়েছি আষ্টেপৃষ্ঠে।

about

গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ১৯৬৭ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুদ্রণ প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। প্রধান উদ্যোক্তা তৎকালীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওয়াকার আহমেদ ও পূর্ব পাকিস্তানের গভর্নর আযম খান। এ ব্যাপারে তৎকালীন সরকার প্রাথমিক পদক্ষেপ হিসেবে একটি ট্রেনিং স্কিম চালু করে।

এ স্কিমের চিফ ইন্সট্রাক্টর পদের জন্য নির্বাচিত ড. আর. কে মোল্লাকে যুক্তরাষ্ট্রের South Dokota University-তে মুদ্রণের উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য পাঠানো হয় এবং অন্যান্য ইন্সট্রাক্টরদের প্রশিক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে চলতে থাকে। যুক্তরাষ্ট্রে ট্রেনিং শেষে আর. কে মোল্লা গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। শুরুতে ইনস্টিটিউট এর আসন সংখ্যা ছিল ২৫।

গ্রাফিক আর্টস ইনস্টিটিউট বর্তমানে একটি পূর্ণাঙ্গ মুদ্রণ প্রযুক্তি ইনস্টিটিউটে পরিণত হয়েছে। এখানে মুদ্রণের প্রাথমিক স্তরের মুভেবল টাইপ, লাইনো টাইপ মেশিন এবং লেটার প্রেস, গ্যালারি টাইপ ক্যামেরা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির অফসেট লিথোগ্রাফি, গ্র্যাভিউর, স্ক্রিন প্রিন্টিং, অত্যাধুনিক প্রসেস ক্যামেরা (হরাইজন্টাল এবং ভার্টিক্যাল) অটোপ্লেট প্রসেসর, লিথো ফিল্ম, প্যানক্রোমাটিক ফিল্ম প্রযুক্তিসহ এখন উন্নত ধরনের মেকানিজম সংযোগ করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে বাংলাদেশের মুদ্রণ শিল্প প্রতিষ্ঠানের সমন্বয় সাধনের লক্ষ্যে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ থেকে নতুন পাঠ্যক্রম কম্পিউটার গ্রাফিক পদ্ধতি প্রবর্তন করা হয়েছে।

section-title

সকল ডিপার্টমেন্ট

কম্পিউটার টেকনোলজি

এখানে তিন লাইন টেক্সট হবে এখানে তিন লাইন টেক্সট হবে এখানে তিন লাইন টেক্সট হবে এখানে তিন লাইন টেক্সট হবে

বিস্তারিত

গ্রাফিক ডিজাইন টেকনোলজি

এখানে তিন লাইন টেক্সট হবে এখানে তিন লাইন টেক্সট হবে এখানে তিন লাইন টেক্সট হবে এখানে তিন লাইন টেক্সট হবে

বিস্তারিত
title

পরিচালনা পর্ষদ

teacher

পুরো নাম

পদবী

  • testimonial

    I must explain to you how all this mistaken idea of denoung pleure and praising pain was born and I will give you a coete account of the system, and expound the actual

    মাহিন খাঁন

    ছাত্র, কম্পিউটার টেকনোলজি
  • testimonial

    I must explain to you how all this mistaken idea of denoung pleure and praising pain was born and I will give you a coete account of the system, and expound the actual

    মাহিন খাঁন

    ছাত্র, কম্পিউটার টেকনোলজি
  • testimonial

    I must explain to you how all this mistaken idea of denoung pleure and praising pain was born and I will give you a coete account of the system, and expound the actual

    মাহিন খাঁন

    ছাত্র, কম্পিউটার টেকনোলজি